ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ময়মনসিংহে ছাত্র মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাসিবুল ইসলাম শিহাব রাজধানীর কামরাঙ্গী চর এলাকার এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে গতকাল রাতে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে বিকাল হয়। কিন্তু, সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে এক সহপাঠী ডাকাডাকি করে। কিন্তু, কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাসুল সামদানী আজাদ বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মাহমুদুল হাসান মিলন/ফিরোজ