ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপের চাপায় প্রাণ গেল রায়হানের

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপের চাপায় প্রাণ গেল রায়হানের

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী হাফেজ আবু রায়হানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা হাবিবুর রহমান। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হানের বাড়ি উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাখিল পরীক্ষায় অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে রওনা দেয় হাফেজ আবু রায়হান। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনে আহত হন। পরে একটি পিকআপ রায়হানের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়