ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

সীমান্তে হত্যা বন্ধে লালমনিরহাটে প্রতীকী লাশ নিয়ে মিছিল

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
সীমান্তে হত্যা বন্ধে লালমনিরহাটে প্রতীকী লাশ নিয়ে মিছিল

সীমান্ত হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে একটি সংগঠন লালমনিরহাটে অবস্থান কর্মসূচি ও প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে। এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় গোল চত্বরে বাংলাদেশ গণশক্তি পার্টির হানিফ বাংলাদেশীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতীকী লাশ নিয়ে এ কর্মসূচি চলাকালে গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশ সব সময় বাংলাদেশের উপর আগ্রাসন ও সীমান্তে প্রতিনিয়ত হত্যা চালিয়ে যাচ্ছে। ভারত সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। গত চার মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার তাদের ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের আভ্যন্তরীণ যুদ্ধে মর্টার সেলে বাংলাদেশে দুই জন নিহত হয়েছে।

তিনি এ হত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান।
 

জামাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়