ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বিয়ে বাড়ির সেমাইয়ে চিনি ভেবে মেশানো হলো কীটনাশক, অসুস্থ ৪২ জন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ে বাড়ির সেমাইয়ে চিনি ভেবে মেশানো হলো কীটনাশক, অসুস্থ ৪২ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিয়ে বাড়িতে থিয়োভিট কীটনাশক (ছত্রাকনাশক-ভিটামিন) দিয়ে রান্না করা সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৩২ জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মঈন সরকার বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল গতকাল বৃহস্পতিবার বিয়ে করেন। শুক্রবার সকালে মেহমানদের নাস্তা করাতে বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই ও চিনির সঙ্গে ধান ও সবজি চাষে ব্যবহৃত থিয়োভিট কীটনাশক (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে আনেন তিনি। বাড়ির নারীরা থিয়োভিটকে চিনি ভেবে তা সেমাইতে মিশিয়ে রান্না করেন। পরে অতিথিদের সেই সেমাই খেতে দেওয়া হয়। সেমাই খেয়ে অল্প সময়ের মধ্যে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মোট ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন। ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সবাই শঙ্কামুক্ত।

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়