নারায়ণগঞ্জে ব্যাগের ভেতর মিললো নবজাতকের লাশ
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২২:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জে একটি মাঠের পাশে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ফতুল্লার মাসদাইরের পাকাপুল এলাকার মাঠ থেকে লাশটি উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পাকাপুর এলাকার মাঠের একপাশে প্লাস্টিকের ব্যাগ পড়ে ছিল। ব্যাগটি খোলা হলে সেটির ভেতর নবজাতকের লাশ দেখতে পান তারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, শিশুটির লাশ কে বা কারা ফেলে রেখে গেছে তা জানা যায়নি। তদন্ত চলছে।
অনিক/মাসুদ