ঝালকাঠিতে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ইমরান হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় হত্যা করা হয় তাকে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল।
নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, আজ রাতে পূর্ব শত্রুতার জেরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমরানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ইমরানের মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বলেন, আমি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানতে পারিনি।
অলোক/মাসুদ