ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

খুলনায় কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
খুলনায় কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

খুলনার রূপসা উপজেলায় মীনকো নামের একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা কার্বন ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, মীনকো কার্বন তৈরির ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণের কাজ চলছে।

নুরুজ্জামান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়