ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

কুয়াকাটায় সেতু ভেঙে পিকআপ খালে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
কুয়াকাটায় সেতু ভেঙে পিকআপ খালে

পটুয়াখালীর কুয়াকাটায় সেতু ভেঙে একটি পিকআপ খালে পড়ে গেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লতাচাপলী ইউনিয়নের ‘সাধুর সেতু’ ভেঙে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। তিন বছর আগে এটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সেতু দিয়ে পিকআপ পারাপারের সময় এটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

এলাকাবাসী বলেন, তিন বছর ধরে আমরা ভাঙা সেতু পার হয়ে আসা-যাওয়া করি। তবে সেতুটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের। চরম ভোগান্তিতে পড়বেন অসুস্থ রোগীরা।

এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান বলেন, ভেঙে পড়া সেতু অপসারণ করে দ্রুত ওই খালের ওপর একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়