পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় যুবকের কারাদণ্ড, ২ শিক্ষককে অব্যাহতি
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝালকাঠির নলছিটিতে এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করায় মিজান আকন (২২) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্রে ওই যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল ইসলাম এ রায় দেন। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ওই কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ দিকে বিভিন্ন অভিযোগে ওই কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- বি.জি. ইউনিয়ন একাডেমির ধর্মীয় শিক্ষক রিপন চ্যাটার্জি ও কম্পিউটার শিক্ষক রেজাউল করিম।
এ নিয়ে ওই কেন্দ্রে মোট ৬ জন শিক্ষককে অব্যাহতি ও ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অলোক/ফয়সাল