নাশকতার মামলা, সাবেক এমপি কারাগারে
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং নসরাতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দিনাজপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সরকার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়াসহ দুই নেতাকে কারাগারে পাঠানো হচ্ছে এই সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন। পরে পুলিশ ওই দুই নেতাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালত চত্বর থেকে জেলা কারাগারে নিয়ে যায়।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম বলেন, গত বছরের ৩০ অক্টোবর নাশকতার পরিকল্পনা করা মামলায় আজ দুই জন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোসলেম/মাসুদ