ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

টাঙ্গাইলে ওয়ার্কসপ কর্মচারী হত্যা, মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  
টাঙ্গাইলে ওয়ার্কসপ কর্মচারী হত্যা, মা-ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের ঘাটাইলে ওয়ার্কসপ কর্মচারী নাহিদ হাসান হত্যা মামলায় জড়িত মা-ছেলেসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতবাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই ওয়ার্কসপ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন এতথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার কামারচালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সোহাগ (১৫) ও তার মা খাদিজা (৩৩), নিয়ামতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল (২০), নলমা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালমান জাহান জান্নাত (২১) এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তরুনীআটা গ্রামের ফজলুল হক। 

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, গত ২২ ফেব্রুয়ারি ঘাটাইল উপজেলায় মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভেতর থেকে নাহিদ হাসান নামের এক কর্মচারীর লাশ উদ্ধার হয়। হত্যাকারীরা ওয়ার্কসপের ভেতরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে যায়। পরে গোয়েন্দা নজরদারি চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এক আসামিকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে বাকিদেরকে গ্রেপ্তার করা হয়।

কাওছার/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়