বগুড়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি সরিষা খেত থেকে নাম না জানা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সিংজানী মোড়ের পাশের খেত থেকে লাশটি উদ্ধার হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, জমিতে সরিষা কাটতে গিয়ে স্থানীয় লোকজন অর্ধগলিত লাশ দেখতে পান। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরণে লুঙ্গি ও জ্যাকেট ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এনাম/মাসুদ