ঢাকা     সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শান্ত ইসলাম (১৮)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি এলাকার মোস্তফা আলীর ছেলে ও ট্রাক চালকের সহকারী ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল শেখ বলেন, বটতৈল এলাকার রুহুল ফিলিং স্টেশনের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি পাথরবোঝাই ট্রাক।

আরো পড়ুন:

‘সকালে নেত্রকোনা থেকে ঝিনাইদহগামী মিষ্টি কুমড়া বোঝাই একটি ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দিলে চলন্ত ট্রাকের হেলপার শান্ত পড়ে ঘটনাস্থলেই মারা যান।’ - যোগ করেন তিনি।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কাঞ্চন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়