ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

সিলেটে অনিদিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। গ্যাস সরবরাহ বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি আহ্বান করেছিলেন তারা। 

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

আরও পড়ুন: সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছেন। 

এদিকে, আজ বুধবার পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা, থ্রি-হুইলারসহ বিভিন্ন ছোট যানবাহন ব্যবহার করে গন্তব্যে যেতে হয়েছে তাদের। এক্ষেত্রে চড়া ভাড়া গুণতে হয়েছে সাধারণ মানুষদের।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ