ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ময়মনসিংহে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
ময়মনসিংহে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

রঙ মিশ্রিত, নষ্ট, মেয়াদ উত্তীর্ণ ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাবার তৈরির অভিযোগে মিষ্টি কানন নামে এক দোকানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান।

তিনি বলেন, রঙ মিশ্রিত, মেয়াদ নেই, নষ্ট খাবার খাওয়ানো, নোংরা পরিবেশে খাবার তৈরি ও লেবেল ছাড়া মিষ্টি, দই বাজারজাত করার অভিযোগে গাঙ্গিনাপাড় মিষ্টি কানন দোকানের মালিককে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ধার্য করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় খাদ্যে ভেজাল মেশানোর বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে সেমিনার আয়োজন করা হয়। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে সহায়তা করেন র‍্যাব-১৪ ময়মনসিংহের সদস্যরা।

মিলন/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়