ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রাজবাড়ীতে হত‍্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
রাজবাড়ীতে হত‍্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

যাবজ্জীবনপ্রাপ্ত শাহিদা বেগম

রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত‍্যার দায়ে স্ত্রী শাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিতে এ রায় দেন। দণ্ডিত শাহিদা বেগম বালিয়াকান্দি উপজেলার বংকু গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী।

রাজবাড়ীর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী বলেন, ২০১২ সালের ৪ ডিসেম্বর বংকু গ্রামে পারিবারিক কলহের জেরে লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে স্বামী আশরাফ সানাকে হত‍্যা করেন শাহিদা বেগম। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার রায় দেন।

এ রায়ে সন্তুষ্ট বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

রবিউল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়