ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

গোপালগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১ মার্চ ২০২৪  
গোপালগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

‘করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে শুক্রবার (১ মার্চ) শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলা সার্কিট হাউজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন। 

আরো পড়ুন:

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়