ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলা সদরের উত্তর সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
নিহতরা হলেন, জেলা শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৫০) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চার জন যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। সিএনজি চালক আরও একজন যাত্রী নেওয়ার জন্য পথিমধ্যে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায়। এ সময় একটি ট্রাক অপেক্ষারত সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরতর চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন।
/রুবেল/লিপি