ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার 

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২ মার্চ ২০২৪   আপডেট: ১৯:৩৮, ২ মার্চ ২০২৪
ঝিনাইদহ সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২ মার্চ) দুপুরে সীমান্ত পিলার ৫১ থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে মাটিলা বিওপি’র সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩৫ লাখ টাকা। 

মহেশপুর -৫৮ বিজিবি’র পরিচালক (অধিনায়ক) এইচ এম সালাহউদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

সালাহউদ্দিন চৌধুরী জানান, চোরাকারবারীরা সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ওপারে (ভারতে) নেওয়ার চেষ্টা করছিলেন। আগে থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা একটি প্যাকেট ফেলে দৌঁড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫টি (প্রতিটি ১ কেজি ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। 

শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়