ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

মৌলভীবাজারে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৩ মার্চ ২০২৪   আপডেট: ১৬:২৩, ৩ মার্চ ২০২৪
মৌলভীবাজারে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্পে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট’র (সদর দপ্তর: মৌলভীবাজার) আয়োজনে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আলোচনা সভায় সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান’র সঞ্চালনায় ও লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, প্রতিবেশ প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. ছিদ্দেক আলী, পরিবেশ কর্মী মো. শামছুল ইসলাম, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেঞ্জার্স ওয়াইল্ড লাইফ’র (সিইডাবলিউ) সোহেল শ্যাম, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক এম এ হামিদ, ছাব্বির এলাহী ও মোনায়েম খান। এছাড়াও রেঞ্জ কর্মকর্তা, বনবিট কর্মকর্তা, সিপিজি সদস্য, এনজিওকর্মী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হামিদ/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়