ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

উপজেলা পরিষদ নির্বাচন

তালায় আ.লীগ-জাপার পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৩ মার্চ ২০২৪   আপডেট: ১৮:১৪, ৩ মার্চ ২০২৪
তালায় আ.লীগ-জাপার পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে এরই মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। তারা গণসংযোগ, লিফলেট বিতরণ ও  শুভেচ্ছা বিনিময়ে পোস্টার লাগিয়েছেন। গত শুক্রবার (১ মার্চ) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে জামায়াতের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে দোয়া চেয়েছেন কর্মী সমর্থকরা। নির্বাচনে বিএনপি অংশ গ্রহণের সিদ্ধান্ত এখনো না জানা গেলেও দলটির এক নেতা প্রস্তুতি নিতে শুরু করেছেন। দ্বিতীয় ধাপে আগামী মে মাসে তালা উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

তালা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জাতীয় পার্টি সমর্থিত উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জামায়াত সমর্থিত সাবেক উপজেলা জামায়াতের আমীর ডা. মাহমুদুল হক, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার।

সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু বলেন, জেলা কমিটি আমাকে মৌখিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। আমি প্রস্তুতি নিচ্ছি। দলীয়ভাবে যে সিদ্ধান্ত হবে আমি সেটাই মেনে নেবো।

তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রাথী হিসাবে ডা. মাহমুদুল হকের নাম ঘোষণা হলে আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছি। গত শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া চেয়েছি।

ডা. মাহমুদুল হক বলেন, কেন্দ্রীয়ভাবে আমার নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহন করতে আমি প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইতোমধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সাংবাদিক আ. জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো এবং জামায়াত সমর্থিত প্রার্থী গাজী সুজায়েত আলী। এখনো বিএনপি সমর্থিত কাউকে প্রচারে দেখা যায়নি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত যারা প্রচারণায় আছেন তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারী সুলতানা পুতুল, জেবুন্নেছা খানম। এছাড়া জামায়েত সমর্থিত লুৎফুন্নেছার নাম শোনা যাচ্ছে।

শাহীন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়