কালীগঞ্জে ৪ তলা ভবনে আগুন, স্কুল শিক্ষক দগ্ধ
ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সোমা চৌধুরি নামের এক স্কুল শিক্ষক দগ্ধ হয়েছেন। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে।
দগ্ধ সোমা উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা রয়েছে। পাশাপাশি কয়েকটি পরিবারও সেখানে বসবাস করেন বলে জানা গেছে।
কালিগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, কৃষি ব্যাংকের কালীগঞ্জ শাখার জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তেই কালো ধোয়া ও আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ এক নারীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহরিয়ার/মাসুদ