ডিকেবি কিশোর গ্যাং প্রধানসহ আটক ৫
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ডিকেবি নামের একটি কিশোর গ্যাংয়ের প্রধান ফজলুল করিম নিলয়সহ ৬ জনকে আটক করেছে র্যাব। রোববার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রামস্থ র্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে এতথ্য জানানো হয়।
আটককৃত অন্যরা হলেন- আশরাফুল হাসান সিহাব (২২), আকিব ইমতিয়াজ (২২), মো. সুজন (২০), আব্দুল হান্নান অমিত (২৩), মোতালেব হোসেন (২২)।
র্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জানান, কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্যরা ফেনী জেলার ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়াটার্স এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসে। এরপরই র্যাবের একটি দল গতকাল শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ডিকেবি কিশোর গ্যাং প্রধান মো. ফজলুল করিম নিলয়সহ গ্রুপের ৬ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২টি ধারালো ছুরি এবং গাঁজা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রেজাউল/মাসুদ