ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলে আটক

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৩ মার্চ ২০২৪  
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলে আটক

ভোলা সদর উপজেলায় জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলমান নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় ট্রলার, জালসহ ৭ জেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) অভিযানের ৩য় দিনে জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ মাস মাছ ধরার নিষেধাজ্ঞা অভিযান সফল করতে জেলা মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই ধরাবাহিকতায় আজ মৎস্য বিভাগের নিয়মিত অভিযান পরিচালনাকালে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলা থেকে ৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত ৭ জনের ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা, বাকি ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা ২০০০ মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও জেলার চরফ্যাশন উপজেলায় অভিযান পরিচালনাকালে মাছ ধরার ট্রলারসহ, ১৫ হাজার টাকা জরিমানা ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়।

উল্লেখ্য, এ অভিযানে এখন পর্যন্ত জেলায় ৭টি মোবাইল কোর্ট ও ২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২৬টি মামলায় বিভিন্ন মেয়াদে ৩২ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

মলয়/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়