ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় গরম না আসতেই রেললাইন বাঁকা হলো ১৫ ফুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৩ মার্চ ২০২৪   আপডেট: ২১:৫৬, ৩ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় গরম না আসতেই রেললাইন বাঁকা হলো ১৫ ফুট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গরম না আসতেই প্রভাব পড়লো রেললাইনে। গরমের কারণে সিলেট-ঢাকা রেলপথের উপজেলার আজমপুর স্টেশনের অনতিদূরে ১৫ ফুট রেললাইন বাঁকা হয়ে যায়।

রোববার (৩ মার্চ) দুপুরে সংশ্লিষ্টরা খবর পেয়ে সেটি মেরামত করে দেন। তবে ওই সময়ে কোনো ট্রেন না থাকায় চলাচলে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. মেহেদী হাসান তারেক বলেন, আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন বেলা দুইটার দিকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তেমন গরম পড়েনি। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। এখন গাড়ির গতি বাড়ানো হয়েছে। যেসব জায়গায় বাঁক আছে সেখানে কম গরমেও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে।

রুবেল/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ