ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাটিতে পুঁতে রাখা হাতির হাড় উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৩ মার্চ ২০২৪  
মাটিতে পুঁতে রাখা হাতির হাড় উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে মাটির নিচে পুঁতে রাখা হাতির হাড় উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা চন্দনি পাড়া থেকে হাড়গুলো উদ্ধার হয়।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডংনালা চন্দনি পাড়ায় গিয়ে মাটি খনন করা হয়। সেখানে হাতির হাড়সহ কয়েকটি অংশ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তি হাতিটি হত্যা করে মাংস খাওয়ার পর হাড়গুলো সেখানে পুঁতে রেখে যান। এই বিষয়ে বন বিভাগ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাতির মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য কাপ্তাই পশু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়