ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

দিনাজপুরে ৫ ইটভাটায় পৌনে ৪ লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৪ মার্চ ২০২৪  
দিনাজপুরে ৫ ইটভাটায় পৌনে ৪ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ লাখ টাকা জরিমানা এবং ইভাটাগুলো গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৪ মার্চ) বিকেলে দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি জানান, সনাতন প্রযুক্তির (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইটভাটাগুলো হলো, মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও এমআরএস ব্রিকস।
 

মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়