ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৫ মার্চ ২০২৪  
শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-২ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন, বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর, বনিয়াদি এলাকার রাজ কুমারের ছেলে অনিক চন্দ্র দাস এবং একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস। রায় ঘোষণার সময় অনিক চন্দ্র দাস ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে জয়ন্তকে একটি টিনের ঘরে আটকে রেখে হত্যা করেন আসামিরা। মামলা দায়েরের পর সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ চার আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। 

আরো পড়ুন:

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়