গোপালগঞ্জে নসিমনে ট্রাকের ধাক্কা, চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের মুকসুদপুরে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে ধাক্কা দিয়েছে দ্রুত গতির ট্রাক। এতে নসিমনের চালক রিজাউল ফকির (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নিশাতলা-বলনারায়ন রোডের শিমুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিজাউল ফকির পাশ্বাবর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম বলেন, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬১০) বিপরীত দিক আসা নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক রিজাউল ফকির মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পলাতক।
বাদল/মাসুদ