ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

সড়ক বিভাগের কর্মকর্তার গাড়িতে ফেন্সিডিল, চালকসহ আটক ৩

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৯ মার্চ ২০২৪  
সড়ক বিভাগের কর্মকর্তার গাড়িতে ফেন্সিডিল, চালকসহ আটক ৩

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬। 

শনিবার (৯ মার্চ) ভোরে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি গাড়ি। যা বিভাগের এক কর্মকর্তা মাঝে মাঝে ব্যবহার করেন।

আটককৃতরা হলেন- গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে। আজ (শনিবার) ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব। সন্দেহ হলে একটি পাজেরো গাড়ির গতিরোধ করে তল্লাশি করলে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। এসময় ওই ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহরিয়ার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়