ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মিয়ানমারে মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১৮ মার্চ ২০২৪   আপডেট: ১৬:০২, ১৮ মার্চ ২০২৪
মিয়ানমারে মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত

ফাইল ফটো

মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণে আবারও কেঁপে উঠেছে টেকনাফ সীমান্ত। গতকাল রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত টানা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের এ পাড়ের বাসিন্দাদের মধ্যে। উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া, ফুলের ডেইল ও রাখাইন পল্লী থেকে মর্টার শেলের শব্দ বেশি শুনতে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হ্নীলা সীমান্ত এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষক আজিম উদ্দিন বলেন, মিয়ানমার সংঘাত শুরুর কয়েক দিন পরপর গুলি ও মর্টার শেলের শব্দ শুনেতে পেয়েছি আমরা। গত ৬ দিনে একদিন পরপর গুলির শব্দ শুনতে পেলেও মর্টার শেলের শব্দ শোনা যায়নি। গতকাল রোববার রাতে টানা আধা ঘণ্টা মর্টার শেলের শব্দ শুনতে পেয়েছি। আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

ফুলের ডেইলের বাসিন্দা মুহাম্মদ আমিন বলেন, রাতে অনেক্ষণ ধরে আমরা মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির আওয়াজ শুনেছি। এ ধরণের গোলাগুলির আওয়াজ সবসময় শোনা যায়। তবে, গতকাল রাতে একটু বেশি শোনা গেছে। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, রোববার রাতে তারাবির নামাজের পরে আমরা দোকানে বসেছি। তখন মিয়ানমারের ভেতর থেকে কয়েকটি গুলির শব্দে এপারের বাসিন্দারা কেঁপে ওঠেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, রোববার রাতে হঠাৎ একসঙ্গে ২১টি মর্টার শেলের বিস্ফোরণে এপার কেঁপে ওঠে। রাতে হওয়া বিস্ফোরণে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গত এক সপ্তাহ ধরে মর্টার শেলের আওয়াজ শুনতে পাননি সীমান্তের বাসিন্দারা। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়