ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

লক্ষ্মীপুরে ১০ দোকানে ৪১ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২১ মার্চ ২০২৪   আপডেট: ২১:১৪, ২১ মার্চ ২০২৪
লক্ষ্মীপুরে ১০ দোকানে ৪১ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বেশি দামে বিক্রির দায়ে ১০ দোকানে ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলা শহরের মাছ বাজার এলাকার বিভিন্ন মুদি দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি দোকানে ১৩ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ৬টি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও দাম বেশি রাখার দায়ে এসকে বণিকের তিন হাজার, সত্যজিত দত্তের তিন হাজার, ফয়েজ হোসেনের দুই হাজার ও রাজ্জাক আলীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ৬ দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়