ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ২ ক্লিনিককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ মার্চ ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে ২ ক্লিনিককে জরিমানা

পর্যাপ্ত লোকবল ও যন্ত্রণাংশ না থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেসরকারি দুটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) সকালে রহনপুরের আল মদিনা এবং জমজম নার্সিং হোমকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা। এসময় আরও উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমানসহ প্রমুখ।

 

নিশাত আনজুম অনন্যা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, যে ধরনের অবকাঠামো, লোকবল ও যন্ত্রাংশ নিয়ে ক্লিনিক পরিচালনার কথা রয়েছে, তা না থাকায় আল মদিনা এবং জমজম নার্সিং হোমকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ক্লিনিক দুটির পরিবেশ স্বাস্থ্যকর নয়।

মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়