ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে রাজনগর উপজেলা প্রবাসীদের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত 

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৮ এপ্রিল ২০২৪  
কুয়েতে রাজনগর উপজেলা প্রবাসীদের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত 

বাংলাদেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। অন্যদিকে প্রবাসেও নিজেদের পছন্দের প্রার্থীদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

উপসাগরীয় দেশ কুয়েতে রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান খাঁনের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৬ এপ্রিল) কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরায় কুয়েতে রাজনগর উপজেলা প্রবাসীদের উদ্যোগে আয়োজিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে রাজনগর প্রবাসী আলাল আহমদ জাবেদ হোসেন ও আহাদ আম্বিয়া খোকন। এতে রাজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান খাঁন ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসেসিয়েশন, কুয়েত এর উপদেষ্টা মিঠুন সেলিম, টেংরা বাজার ইউপি চেয়ারম্যান টিপু খাঁন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত এর সহ-সভাপতি সুরুক মিয়া, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কুয়েতের সভাপতি বেলাল উদ্দিন, লিপু সুলতান চৌধুরী, জাকির হোসেন, ইসমাইল হোসেন হাওলাদার,আবু সাইদ কুতুব উদ্দিনসহ আরও অনেকে।

প্রচারণা সভায় বক্তারা রাজনগর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান খাঁনকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়