ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫
১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ, ৯ জন নারী এবং দুইজন শিশু।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির কমান্ডার আব্দুল মান্নান এতথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি জানান, বিএসএফ আজ ভোরে বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠায়। তাদের বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের লালমাটি নামক স্থান থেকে আটক করা হয়। তাদের স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যাদের পাঠানো হয়েছে তারা হলেন- খুলনার ডুমুমিরিয়া থানার কুলোটিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. নজরুল (৪৭), মোজাহার আলীর মেয়ে মোসা. সালমা বেগম (৪০), তেরখাদা থানার কেটলা গ্রামের নাজমুল ইসলামের মেয়ে মোসা. বিথি খাতুন (৯), যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের শামীম সরদারের মেয়ে মোসা. রুনা (৩৬), মৃত মতি সিকদারের মেয়ে সুফিয়া বেগম (৪০), নাওলী গ্রামের মৃত মোদ্দাছের ফকিরের মেয়ে মোসা. পারভিন (৪৮), ঝিকরগাছা থানার বাঁকড়া গ্রামের মৃত ইয়ামদ্দীনের ছেলে মো. আব্দুল খালেক (৫৫), মনিরুল শেখের মেয়ে মোসা. রিয়া পলি (১২), শর্ষা থানার বারন্দীপাড়ার মনিরুল শেখের ছেলে মোছা. নাসিমা (৩৮), বেনাপোল থানার সাখারীপোতা গ্রামের শহিদ ব্যাপারির মেয়ে ফরিদা বেগম (৪০)। 

আরো আছেন- নড়াইল জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত বকসি মোল্লার মেয়ে মোসা. জরিনা বেগম (৩০), ইমরান হোসেনের ছেলে আব্দুর রাকিব (৯), সাতক্ষীরা জেলার কলরোয়া থানার হলুলিয়া গ্রামের জিহাদ সরদারের ছেলে অহিদ সরকার (৩৮), মানিকগঞ্জের সিংগার থানার মাধবপুর গ্রামের আখের ফকিরের ছেলে আলমাস আহমেদ (৩৬) ও ঢাকার শাহ আলী থানার নিউ সি ব্লক ৭-এর আমজাদ পালোয়ানের মেয়ে ফাতেম আক্তার (৩১)।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়