ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৪ ডিসেম্বর ২০২৫  
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুদ্ধিজীবী কবরস্থানসহ স্পর্শকাতর স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী রাইজিংবিডি ডটকমকে বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে, বুদ্ধিজীবী কবরস্থানে অনেক গণ্যমান্য ব্যক্তি যাতায়াত করবেন। এ কারণে এই স্থানকে বেশি গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারই অংশ হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনাকেও ঢেলে সাজানো হয়েছে। আশা করি, দিবস পালন শৃঙ্খলার মধ্যে দিয়ে শেষ করতে পারব। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সবার সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

বুদ্ধিজীবী দিবসে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সভা করেছে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (মিরপুর), রায়েরবাজার বধ্যভূমি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পর্যবেক্ষণ দলসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দারা নজরদারি করছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রোধে বিশেষ নজরদারি চলছে। ফায়ার সার্ভিস, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ বিভাগসহ অন্যান্য সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে অন্য যেকোনো বছরের তুলনায় নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, সড়কে রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার ( ১৩ ডিসেম্বর) থেকে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশি করা হয়েছে।

ভিভিআইপি ও ভিআইপিদের আগমন এবং সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সুবিধার্থে নির্দিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও রুট ম্যাপ তৈরি করেছে পুলিশ।  ইতোমধ্যেই বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব বুঝে নিরাপত্তায় নিশ্চিত কাজ করছে এলিট ফোস র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেছেন, স্মৃতিসৌধসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় র‌্যাব নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নিয়মিত টহল, ফুট পেট্রোল, চেকপোস্ট বসানোসহ অতিরিক্ত সদস্য রাজধানীর বিভিন্ন স্থাপনায় কাজ করছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়