হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে আটক ১
শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এই মোটরসাইকেলটি ব্যবহার করা হয় জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মোটরসাইকেলের মালিক সন্দেহে মো. আব্দুল হান্নান (৪৩) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র্যাব-২ আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করেছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর মাধ্যমে যাচাই করে আব্দুল হান্নানের নাম পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন। তবে, হামলায় তিনি সরাসরি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
ঢাকা/এমআর/রফিক