ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

কনস্টেবল বিপ্লব হোসেনকে বদলি, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৭ মার্চ ২০২৪   আপডেট: ২২:৩৬, ২৭ মার্চ ২০২৪
কনস্টেবল বিপ্লব হোসেনকে বদলি, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

বিপ্লব হোসেনের বদলীর খবরে ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করেন

সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠা সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের বিশেষ শাখা ডিএসবির দায়িত্বে থাকা কনস্টেবল বিপ্লব হোসেনকে বদলী করা হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। 

বিপ্লব হোসেনকে পাশের বেলকুচি থানায় বদলীর খবরে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যবসায়ীরা। 

পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা গেছে, তিন বছর আগে এনায়েতপুর থানায় যোগ দেন পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্য বিপ্লব হোসেন। এরপর থেকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে এলাকার হাট-বাজারের নিরহ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ ও বিভিন্ন পণ্য নিতেন। তার এসব অনিয়ম-দুর্নীতির মাত্রা বেড়ে যাওয়ায় বেতিল বাজারের ব্যবসায়ীরা পুলিশ সুপারের কাছে লিথিত অভিযোগ দেন। তার বদলীর খবরে স্থানীয় ব্যবসায়ীরা আনন্দে মিষ্টি বিতরণ করেন।  

বেতিল বাজারের গুড় ব্যবসায়ী মিলন বলেন, ‘আমার কাছ থেকে বিপ্লব হোসেন মাঝে-মধ্যে চাঁদা দাবি করে হুমকি দিতেন। পরে ৪০ কেজি গুড় নিয়ে গেছেন। দাম চাইলে বিভিন্ন হুমকি দিতেন।’ 

বেতিল বাজারের ব্যবসায়ী নাঈম সরকার বলেন, ‘আমাকে ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার টাকা আদায় করেন। এছাড়া আমাকে দেখলে গালিগালাজ করতেন। ফলে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবরে অভিযোগ দিয়েছি।’ 

সৈয়দপুর বাজারের মাছ ব্যবসায়ী আলম হোসেন বলেন, ‘ডিএসবি বিপ্লব আমার কাছ থেকে ২ হাজার টাকার মাছ নিয়েছেন। ব্যবসায়ীদের কাছে থেকে টাকা, কাপড় ও পণ্য নিতেন কিন্তু দাম দিতেন না। দাম চাইলে ভয়ভীতি দেখাতেন। গোপিনাথপুরের কাপড় ব্যবসায়ী শিপলু মিয়াকে ভয়ভীতি দেখিয়ে ৮ হাজার টাকা আদায় করেছেন।’ 

বদলি হওয়া ডিএসবি বিপ্লব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগকারীদের কাউকে আমি চিনি না। আমি কাউকে ভয়ভীতিও দেখাইনি। মাছ, গুড় ও টাকা নেয়ার বিষয়টি সত্য নয়। আমি এ সকল অনিয়মের সঙ্গে জড়িত নই।’ তাকে স্বাভাবিক বদলী করা হয়েছে বলে জানান বিপ্লব হোসেন।

বেলকুচি থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জন রানা বলেন, এনায়েতপুর থানার কনস্টেবল বিপ্লবকে নিয়মিত বদলি করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগের বিষয় জানেন না বলে জানান তিনি।

রাসেল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়