ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ এপ্রিল ২০২৪  
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার (৬৮) ও তার স্ত্রী তাছলিমা আক্তারের (৫৪) নামে পৃথক মামলা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিজন কুমার রায়। জেলা দুর্নীতি দমন কমিশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।  

আরো পড়ুন:

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে গোপালগঞ্জে আদালতে মামলা করা হয়।

মুজিবুর রহমান হাওলাদারের স্ত্রী তাছলিমা আক্তার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অবৈধ সম্পদ গোপন করে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং নিজস্ব কোনো আয় না থাকার পরও স্বামী মুজিবর রহমান হাওলাদারের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ গ্রহণ করে ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার মালিক হওয়ায় মামলা করা হয়েছে। 

এ ব্যাপারে মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমার এবং আমার স্ত্রীর নামে যে সম্পদ রয়েছে, সব সম্পদের আয়কর দাখিল করে কর জমা দেওয়া হয়েছে। এসব মামলা এত তড়িঘড়ি করে হওয়ার কথা না। আমার নির্বাচনী প্রতিপক্ষ দুদক ম্যানেজ করে এই মমালা করিয়েছে। আমি আইনিভাবে মামলা মোকাবিলা করব।’ 
 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়