ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

অনার্সের পরীক্ষার রুটিন পরিবর্তন দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ১৬:২২, ৩১ মার্চ ২০২৪
অনার্সের পরীক্ষার রুটিন পরিবর্তন দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৩১ মার্চ) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।  

মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আগামী ১৯ মে থেকে শুরু হবে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। যেখানে রুটিনের প্রত্যেক পরীক্ষার মাঝে একদিন করে ছুটি রয়েছে। অথচ যে কোনো পরীক্ষা নিতে দেড় থেকে দুই মাস সময় বরাদ্দ থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা শেষ করতে চাচ্ছে। 

শিক্ষার্থীরা বলেন, ‘সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবনে হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে তিন থেকে চার দিন ছুটির দাবি জানাই।’ 

মানববন্ধনে আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, হাবিবুল্লা, আতর রহমান, মিতু জিকরা প্রমুখ। 
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ