ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৩ এপ্রিল ২০২৪  
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাশন পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ (৭) ও মো. আরাফাত (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মারা যায় তারা। সম্পর্কে দুই শিশু খালাতো ভাই। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশু জুনায়েদ ঢাকার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে ও আরাফাত মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন মাতাব্বরের ছেলে।

পুলিশ জানায়, জুনায়েদ ও আরাফাত বাবা-মায়ের সঙ্গে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। আজ বুধবার দুপুরে তারা নানা বাড়ির পুকুরের ঘাটলায় খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাদের না দেখে পরিবারের লোকজন বাড়ির আশেপাশে শিশু দুটিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে দুই জনের লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

মলয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়