মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:০৯, ১২ এপ্রিল ২০২৪
চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. মামুন (২২) ও একই এলাকার মো. ইমরান (১৬)।
পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশীদ বলেন, মিনিবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘাতক মিনিবাসটি আটক করা হয়েছে।
রেজাউল/কেআই