ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে বৈশাখে ইলিশের বদলে রুই-কাতলা খাওয়ার প্রস্তুতি

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১৪, ১৩ এপ্রিল ২০২৪
চাঁদপুরে বৈশাখে ইলিশের বদলে রুই-কাতলা খাওয়ার প্রস্তুতি

পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার প্রচলন থাকলেও এবার চাঁদপুরে ইলিশের বদলে সবাই রুই, কাতলা ও চিংড়ি খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শনিবার (১৩ এপ্রিল) চাঁদপুরে কয়েকটি বাজারে গেলে বিক্রেতারা এসব তথ্য জানান।

জানা যায়, এবার মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রমে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। একইসঙ্গে এ সময় ইলিশ মজুদ, পরিবহন, বিক্রির ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। তাই এই নিষেধাজ্ঞাকে সম্মান জানিয়ে এবং ইলিশ সম্পদ উন্নয়নের কথা ভেবে জেলাবাসী পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মাছ ব্যবসায়ীরা বলছেন, এবার ইলিশের ওপর নিষেধাজ্ঞা থাকায় চাহিদা বেড়েছে রুই, কাতলা ও চিংড়ি মাছের। দামও সাধ্যের মধ্যে থাকায় দেশীয় প্রজাতির মাছগুলোর বিক্রি ভালোই চলছে। সবাই সাধ্যমতো মাছ কিনছেন।

ক্রেতারা জানান, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ এই বাক্যটি যাতে ঠিক থাকে সেই চিন্তা মাথায় রেখে পহেলা বৈশাখে পান্তার সঙ্গে ইলিশ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এমনকি আমরা আগে থেকে ইলিশ কিনে ফ্রিজে মজুদ করে রাখিনি। ইলিশ আমাদের জেলার সম্মান। তাই এই সম্মানকে টিকিয়ে রাখতে আমরা পান্তার সঙ্গে ইলিশের বদলে দেশীয় প্রজাতির মাছ কিনে নিচ্ছি।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, নদীতে ইলিশ ধরা ও হাট-বাজারে বেচা-বিক্রির বিষয়ে আমরা তদারকি করছি। পহেলা বৈশাখে মানুষ পান্তার সঙ্গে এবার ইলিশ না খেয়ে দেশীয় প্রজাতির মাছ খাওয়ার সিদ্ধান্তকে আমি মনে করি ইলিশ সম্পদকে ভালোবাসা প্রদর্শন।

অমরেশ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়