সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দরপত ঠোটালিয়া গ্রামে একই পরিবারের চার জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে। আহতরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দরপত ঠোটালিয়া গ্রামের শামিম মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের মোতালেবের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ মঙ্গলবার দুপুরে মোতালেব মিয়ার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে শামিম মিয়ার পরিবারের ওপর হামলা চালান। অভিযুক্তরা শামিম, সানাউল্লাহ, হাসকিল ও জুমায়েলকে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজনরা পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শামিমের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত শামিম বলেন, পূর্ব শত্রুতার জেরে মোতালেব মিয়া ও তার লোকজন আমাকে, আমার ভাই সানাউল্লাহ এবং ভাতিজা হাসকিল ও জুমায়েলকে কুপিয়ে জখম করেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনিক/মাসুদ