ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব, কিল-ঘুষিতে প্রাণ গেলো কিশোরের

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ০৮:৪০, ১৮ এপ্রিল ২০২৪
চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব, কিল-ঘুষিতে প্রাণ গেলো কিশোরের

ময়মনসিংহের গৌরীপুরে খেলার সময় চেয়ারে বসা নিয়ে দুই কিশোরের দ্বন্দ্বে কিল-ঘুষিতে মোফাজ্জল হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল হোসেন মৃত আলাল উদ্দিনের ছেলে ও স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, বাড়ির পাশে খেলাধুলা করছিল একদল শিশু-কিশোর। সেসময় চেয়ারে বসা নিয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মোবারক হোসেনের সঙ্গে মোফাজ্জলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক হোসেন ক্ষিপ্ত হয়ে মোফাজ্জল হোসেনকে কিল-ঘুষি, চড় থাপ্পড় ও লাথি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোফাজ্জল।  

ওসি আরও বলেন, অভিযুক্ত মোবারক হোসেনকে আটকে পুলিশের অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মিলন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট