রামুতে ডাকাতদের আক্রমণে বাবা-ছেলে নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:২২, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ১২:২৩, ২২ এপ্রিল ২০২৪
ফাইল ফটো
কক্সবাজারের রামুতে ডাকাতদের আক্রমণে বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)। গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বরে ধারণা স্থানীয়দের।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তারেকুর/কেআই