ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

লোকালয়ে আসা মায়া হরিণ কালেঙ্গা বনে অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২২ এপ্রিল ২০২৪  
লোকালয়ে আসা মায়া হরিণ কালেঙ্গা বনে অবমুক্ত

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পথভুলে লোকালয়ে আসা একটি মায়া হরিণ উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার সাতছড়ি বন্যপ্রাণি বিট কর্মকর্তা মামুনুর রশিদ এতথ্য জানান। 

সাতছড়ি বন্যপ্রাণি বিট কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আজ সকালে উপজেলার কোনাগাঁও গ্রামের আব্দুস শহীদের বাড়ির কাছ থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেন গ্রামবাসী। দুপুরে সেখান থেকে হরিণটি উদ্ধার করে নিয়ে এসে কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়। 

হরিণ অবমুক্তকালে উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল জাহির মিয়াসহ বন বিভাগের লোকেরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বন উজাড় হওয়ায় বন্যপ্রাণিরা নানা সময়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। রেমা-কালেঙ্গা ও সাতছড়ি বনে অন্যান্য প্রাণির ন্যায় মায়া হরিণের বসবাস রয়েছে। এসব প্রাণি রক্ষায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য  কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তিনি।  

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়