ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বৃষ্টির আশায় কুড়িগ্রামে বিশেষ নামাজ ও মোনাজাত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৪ এপ্রিল ২০২৪  
বৃষ্টির আশায় কুড়িগ্রামে বিশেষ নামাজ ও মোনাজাত

তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় কুড়িগ্রামে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের পাঁচগাছী ঈদগাহ মাঠে কয়েকশ মুসল্লি সমবেত হয়ে নামাজ শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য মোনাজাত করেন।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাওলানা ফয়েজ উদ্দিন।

সদর উপজেলার পাঁচগাছী ঈদগাহ মাঠে বিশেষ নামাজে অংশ নেওয়া জুয়েল বলেন, আগে কখনো এমন দাবদাহ  দেখিনি। কেন এমনটা হয়েছে আল্লাহ ভালো জানেন। তার কাছে ক্ষমা চাইতে বিশেষ নামাজে এসেছি। নামাজ শেষে মোনাজাতে কুড়িগ্রামসহ সারা দেশে বৃষ্টির জন আল্লাহর কাছে দোয়া করেছি।

মাওলানা ফয়েজ উদ্দিন বলেন, তীব্র দাবদাহের কারণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি। সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানিয়েছি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্র জানায়, জেলায় গত এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে।

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়