ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

নড়াইলে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৫ এপ্রিল ২০২৪  
নড়াইলে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে ২২৩ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে করা মামলায় ৪ জন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহম্মেদের ছেলে সোহেল রানা, যশোর জেলার কোতোয়ালী থানার পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে রবিউল ইসলাম, একই থানার দাইতলা মোড়ের বাবুর আলী মোল্লার ছেলে সবুজ হোসেন আরমান এবং ওই এলাকার জুলফিকার আলী মোল্লার ছেলে তারেক আজিজ সুজন।

আরো পড়ুন:

রায় ঘোষণার সময় রবিউল ইসলাম ও সবুজ হোসেন আরমান আদালতে উপস্থিত থাকলেও সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৮ এপ্রিল বিকেলে নড়াইল-যশোর মহাসড়কের সীতারামপুর এলাকা থেকে ২২৩ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম এবং সবুজ হোসেন আরমানকে আটক করে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ওই সময় তাদের সঙ্গে থাকা সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পালিয়ে যান।

এ ঘটনায় ওই দিন রাতেই তাদের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ওই আসামিদের অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়