ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

তীব্র তাপপ্রবাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৬ মে ২০২৪  
তীব্র তাপপ্রবাহের পর খুলনায় স্বস্তির বৃষ্টি 

টানা তাবপ্রবাহের পর অবশেষে খুলনায় বৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। এর ফলে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

খুলনায় গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে আসে। এ সময় স্মরণকালে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল। গত ১ মে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৯ এপ্রিল খুলনায় ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও খুলনায় দেখা মিলছিল না বৃষ্টির। 

জানা গেছে, সোমবার দুপুর থেকেই খুলনার আকাশ মেঘলা ছিল। কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা ছিল আকাশে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ঝড়ো বাতাস। সাড়ে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি। 

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হচ্ছে। এখন থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়